Breaking News. হাই কোর্টের নির্দেশের পরেও খোলা দুর্গাপুর সরকারি কলেজের ইউনিয়ন রুম!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: হাই কোর্টের নির্দেশের পরেও খোলা পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সরকারি কলেজের ইউনিয়ন রুম! তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রোজকার মতোই তাঁদের কাজকর্ম করে চলেছেন। হাই কোর্টের নির্দেশ মানছে না তৃণমূল ছাত্র পরিষদ, অভিযোগ বিজেপির। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দাবি, তাঁদের কাছে এই সংক্রান্ত কোনও নির্দেশিকা এখনও আসেনি।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চ শিক্ষা দফতরকে নির্দেশ দেন, আপাতত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালাবন্ধ করে দিতে হবে। এই নির্দেশ যাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু দুর্গাপুরের সরকারি কলেজে গিয়ে দেখা গিয়েছে, খোলা রয়েছে ইউনিয়ন রুম। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সকাল থেকেই এসে গিয়েছেন সেখানে। চলছে যাবতীয় কাজকর্ম।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ইউনিয়ন রুমে থাকা তৃণমূল ছাত্র পরিষদের বিদায়ী সভাপতি অতনু পোদ্দারের দাবি, “আমাদের কাছে এখনও কোনও নির্দেশ আসেনি। সেই জন্য আমরা বন্ধ করিনি। প্রিন্সিপালও আমাদের কিছু জানাননি। সেই জন্যই আমরা প্রতিদিনের মতো আমাদের কার্যালয় খোলা রেখেছি।” কটাক্ষ করে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল বিচার ব্যবস্থাকে মানে না। ফের তা প্রমাণ হয়ে যাচ্ছে। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ছাত্র পরিষদ কার্যালয় খোলা রেখেছে সরকারি কলেজে।” ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভট্টাচার্য বলেন, “অধ্যক্ষ ছুটিতে থাকায় আপাতত আমি দায়িত্বে আছি কলেজের। আমার কাছে কোনও নির্দেশ না আসায় আমি কিছু করতে পারিনি।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

