পানীয় জল পৌঁছাচ্ছে না মামড়া এলাকায়, পাইপলাইন ফেটে হুড় হুড় করে বেরিয়ে যাচ্ছে সব জল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মাথার উপরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অথচ পানীয় জলের কলে জল নেই। এমন নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকার বাসিন্দারা। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের দুরাবস্থা নিয়ে নগর নিগমের কোনও হেলদোল নেই। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নগর নিগমের।
২৪ নম্বর ওয়ার্ডের মামড়া এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের রাস্তা নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি করা হয়েছে। অভিযোগ, সেজন্য নগর নিগমের পানীয় জলের পাইপলাইন ফেটে গিয়েছে। সেই ফাটল দিয়ে অনবরত বেরিয়ে যাচ্ছে সব জল। ফলে জল পৌঁছাচ্ছে না মামড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায়। নগর নিগমের কলে জল পড়ছে না। শনিবার থেকে এই পরিস্থিতি চলছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তাঁদের আরও অভিযোগ, জল আনতে হচ্ছে অনেক দূর থেকে। জলের ট্যাঙ্কারও পাঠানো হয়নি। দুর্গাপুর নগর নিগম থেকেও কেউ দেখতে আসেননি। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “রাস্তা নির্মাণের জন্য দুর্গাপুর নগর নিগমের পাইপলাইন ফেটে গিয়েছে। সেজন্য এলাকার মানুষ জল পাচ্ছেন না। তারপরেও কোনও হেলদোল নেই দুর্গাপুর নগর নিগমের। দ্রুত এলাকায় পানীয় জল পৌঁছাতে হবে, কমিশনারের কাছে এই দাবি রাখছি।”
দ্রুত জলের সমস্যা সমাধান না হলে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল। যদিও প্রশাসকমন্ডলীর সদস্য জল দফতরের ভারপ্রাপ্ত দীপঙ্কর লাহা বলেন, “আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দুই লেনের রাস্তা নির্মাণের কাজের জন্য পাইপলাইন ফেটে গিয়েছে। আমরা ইঞ্জিনিয়ারদের বিষয়টি জানিয়েছি। দ্রুত মেরামত করা হবে। খুব তাড়াতাড়ি পানীয় জল পৌঁছে যাবে এলাকায়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

