‘পাক গুপ্তচর’ মুকেশকে নিয়ে সরগরম পানাগড়

‘পাক গুপ্তচর’ মুকেশকে নিয়ে সরগরম পানাগড়
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পাক গুপ্তচর সন্দেহে পূর্ব বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড় থেকে।দেশবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে এখন ক্ষোভে ফুসছেনা পানাগড় গ্রাম ক্যানেল পাড় এলাকার মানুষজন। যদিও পরিবারের দাবি, ছেলের এই সব কাজকর্ম কিছুই জানত না।

জানা গিয়েছে, বছর তিরিশ আগে বিহার থেকে দুর্গাপুরের কাঁকসার পানাগড় এ এসেছিল মুকেশের পরিবার। ১৫ বছর বয়েসে মুকেশ কাজের জন্য মেমারি চলে যায়। সে বলেছিল, কাপড়ের দোকানে কাজ করে সে। প্রথম প্রথম পানাগড়ের বাড়িতে সে আসত। বছর খানেক আগে আসা বন্ধ করে দেয়। বাড়ি থেকে ফোন করলে সে ধরত না। মুকেশের মা সোনাদেবী রজক ও বৌদি নিশা রজক টিভি দেখে জানতে পারে মুকেশ দেশ বিরোধী কাজ করার অভিযোগে এসটিএফের জালে পড়েছে।

বৌদির কাছেই মানুষ মুকেশ। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল মুকেশ পানাগড় হিন্দি হাইস্কুল থেকে। পরিবারের ছোট ছেলে মুকেশ। মুকেশ পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়ার পর এখন ক্ষোভে ফুসছে এলাকার মানুষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

'পাক গুপ্তচর' মুকেশকে নিয়ে সরগরম পানাগড়
'পাক গুপ্তচর' মুকেশকে নিয়ে সরগরম পানাগড়
মুকেশের মা সোনাদেবী রজক ও বৌদি নিশা রজক টিভি দেখে জানতে পারে মুকেশ দেশ বিরোধী কাজ করার অভিযোগে এসটিএফের জালে পড়েছে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!