২৫ বছর রথের মেলায় দোকান দিচ্ছেন, এবার সব খুইয়ে মাথায় হাত

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দোকানের সব পারফিউম লোপাট করে দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রথের মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। টাকা-পয়সা, আসবাবপত্র নয়, চুরি হয়ে গেল পারফিউম। চোরের কীর্তিতে হতবাক দোকানের মালিক। দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে রথের মেলার শেষ দিন ছিল রবিবার। সেই রাতেই ঘটে গেল এই ঘটনা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ওই মেলায় দিল্লি থেকে প্রতি বছর আসেন পারফিউম বিক্রেতা ওম প্রকাশ। দোকানে দেশি-বিদেশি বহু পারফিউম ছিল। রবিবার ছিল শেষ দিন। রাতে মেলা শেষ করে ঘুমোচ্ছিলেন। সোমবার সকালে উঠে দেখেন সব পারফিউম উধাও। পাশের একটি চাদরের দোকানেও চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। মেলা শেষে সব খুইয়ে পারফিউম বিক্রেতার মাথায় হাত!
ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় মেলা জুড়ে। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। ওম প্রকাশ বলেন, “দোকানে প্রায় ৩০ হাজার টাকার পারফিউম ছিল। সব চুরি হয়ে গেল। আমি কি করব ভেবে কূল পাচ্ছি না। পুলিশকে বিষয়টি জানিয়েছি।” তিনি জানান, ২৫ বছর ধরে তিনি এই মেলায় আসছেন। এমন ঘটনা এই প্রথম। পুলিশ তদন্ত শুরু করেছে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

