পাণ্ডবেশ্বরে সুফল বাংলা স্টলের উদ্বোধন করলেন বিধায়ক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পাণ্ডবেশ্বর ব্লকে সাধারণ মানুষের সুবিধার্থে চলমান ‘সুফল বাংলা স্টল’ এর উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার থেকে এই গাড়ির মাধ্যমে বাড়ি বাড়ি কাঁচা শাকসবজি ন্যায্য মূল্যে পৌঁছে যাবে। পাণ্ডবেশ্বর বিধানসভার কৃষি সমবায় সমিতি দ্বারা এই গাড়িটি পরিচালিত হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এই প্রকল্পের মাধ্যমে সরকারি মূল্যে বিভিন্ন স্কুল এবং সাধারণ মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় শাকসবজি পৌঁছে যাবে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী ঠান্ডা ঘরে বসে কথা বলেন না, প্রান্তিক মানুষের কথা তিনি চিন্তা করেন। সরকারি এই প্রকল্পের মাধ্যমে পাণ্ডবেশ্বর ব্লকের প্রতিটি বাড়িতে সরকারি ন্যায্য মূল্যে শাকসবজি পৌঁছে যাবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

