দুর্গাপুরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে খিঁচুনি দিয়ে পড়ে গেল যুবক!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শিবের মাথায় জল ঢালতে গিয়ে খিঁচুনি দিয়ে পড়ে গেল যুবক! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রাঢ়েশ্বর শিব মন্দিরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন অস্থায়ী স্বাস্থ্য শিবিরের কর্মীরা। সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বন্ধুদের সাথে অজয় নদ থেকে বাঁকে করে জল নিয়ে আড়ার রাঢ়েশ্বর শিব মন্দিরে জল ঢালতে গিয়েছিল দুর্গাপুরের ঝর্ণা পল্লীর সূর্য পাত্র।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
লাইনে দাঁড়িয়ে ছিল সে। হঠাৎ খিঁচুনি শুরু হয়। তারপরেই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। মন্দির চত্বরে চলছিল বৈদিক চেতনা ফাউন্ডেশন এবং ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির। যুবককে তুলে অস্থায়ী স্বাস্থ্য শিবিরে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৈদিক চেতনা ফাউন্ডেশনের অন্যতম সদস্য জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা অসুস্থ ওই যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অনেকে সকাল থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। তাঁদেরও ওষুধ দেওয়া হচ্ছে এবং চিকিৎসা করা হচ্ছে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

