জটিল হৃদরোগ সঙ্গে পেটের ক্যানসার, মিনিমাল অ্যাক্সেস সার্জারির মাধ্যমে প্রাণ বাঁচল রোগীর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মরণাপন্ন রোগীকে ব্যথাহীন, রক্তপাতহীন অস্ত্রোপচার করে সুস্থ করে তুলে তিন দিনের মধ্যে ছুটি দিয়ে দিল হাসপাতাল। কার্যত অসম্ভবকে সম্ভব করে তুললেন হাসপাতালের চিকিৎসকেরা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মিশন হাসপাতালে এভাবেই একের পর এক সফল মিনিমাল অ্যাক্সেস সার্জারি সম্পন্ন করছেন চিকিৎসকেরা। ব্যথা নেই, রক্তপাত নেই, হাসপাতালে বেশি দিন থাকার ঝক্কি নেই। ফলে রোগীদের মধ্য়েও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই সার্জারি।
জানা গিয়েছে, বর্ধমানের ৬০ বছর বয়সী এক রোগী একসঙ্গে জটিল হৃদরোগ এবং পেটের ক্যানসারে ভুগছিলেন। কালো রঙের মল এবং মাত্র সাড়ে চার মাত্রার হিমোগ্লোবিন এর উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল স্থানীয় একটি হাসপাতালে। সেখানে পাঁচ ইউনিট রক্ত দেওয়া হয়। সিটি স্ক্যান, এন্ডোস্কোপি সহ ডায়াগনস্টিক পরীক্ষায় পেটে একটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্ট্রোমাল টিউমার (GIST) ধরা পড়ে। এন্ডোস্কোপিক ক্লিপিং দিয়ে সাময়িকভাবে রক্তপাত বন্ধ করে দেওয়া হয়। তবে অস্ত্রোপচার ছাড়া গতি নেই বলে জানিয়ে দেন চিকিৎসকেরা।
এরপর একাধিক হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি জটিল হৃদরোগে আক্রান্ত। তাই অস্ত্রোপচারের চরম ঝুঁকির কথা ভেবে ফিরিয়ে দেওয়া হয়। তাঁর অবস্থার দিন দিন আরও অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত পরিবারের লোকজন তাঁকে দুর্গাপুরের মিশন হাসপাতালে নিয়ে যান। কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ দেবার্ঘ্য ধুয়ার নেতৃত্বে কার্ডিয়াক টিম অস্ত্রোপচারের ঠিক আগে পায়ের শিরা দিয়ে একটি অস্থায়ী পেসমেকার স্থাপন করে রোগীকে স্থিতিশীল করে তোলে। এরপর সুপারস্পেশালাইজড গ্যাস্ট্রোসার্জন ডাঃ বিজিত সাহা-র (এমসিএইচ, গ্যাস্ট্রোসার্জারি, এইমস) নেতৃত্বে সফলভাবে ল্যাপারোস্কোপিক টিউমার অপসারণ করা হয়। অনকোসার্জন ডাঃ অর্ণব চক্রবর্তীও সার্জিক্যাল টিমের অংশ ছিলেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এক ঘন্টারও কম সময়ে, প্রায় কোনও রক্তক্ষরণ ছাড়াই মিনিমাল অ্যাক্সেস সার্জারির মাধ্যমে টিউমার অপসারণ করা সম্ভব হয়। রোগীর কোনও পোস্টঅপারেটিভ ব্যথানাশক ওষুধের প্রয়োজন হয়নি। মাত্র তিন দিন পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি স্বাভাবিক রুটিনে ফিরে গিয়েছেন। কার্যত অসম্ভবকে সম্ভব করে তোলার মিশন হাসপাতালের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন রোগীর পরিজনেরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

