দুর্গাপুরেও শুরু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার থেকে সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরেও শুরু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। দুর্গাপুরে দুই জায়গায় হচ্ছে। তার মধ্যে অন্যতম, খয়রাশোল প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিবির হচ্ছে। কোনও সরকারি প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত হলে, কোনও ভাতা আটকে থাকলে, নিকাশি ব্যবস্থার মত পরিকাঠামোগত সমস্যা থাকলে—সেগুলির সমাধান মিলবে এখানে। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য বা বিধবা ভাতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পে আবেদন জানানো যাচ্ছে এখানেই। শুধুই আবেদন নয়—সমস্যার তাৎক্ষণিক শুনানি ও দ্রুত সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রশাসনের কর্তারা।
কর্মসূচির তদারকিতে এদিন পরিদর্শনে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যরা। এলাকার প্রতিটি অভিযোগ তারা গুরুত্বের সঙ্গে শুনেছেন। প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি আজ মানুষের দরজায় পৌঁছেছে। যাঁরা এতদিন সুযোগ থেকে বঞ্চিত ছিলেন, তাঁদের কথা শোনা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে সমস্যার সমাধান করার লক্ষ্যে আমরা কাজ করছি।”