দুর্গাপুরে বাংলা বাধ্যতামূলক করার দাবিতে পুর নিগমে স্মারকলিপি দিল বাংলা পক্ষ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শহরের সব সাইনবোর্ড বাংলায় লিখতে হবে। ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ করতে হবে। পুর নিগমের সব কাজে বাংলা বাধ্যতামূলক করতে হবে। এমন একগুচ্ছ দাবি নিয়ে সোমবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পুর নিগমের কাছে স্মারকলিপি দিল বাংলা পক্ষ। সংগঠনের দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের তরফে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন পলাশ চট্টোপাধ্যায়, রাজা বন্দ্যোপাধ্যায়, আকাশ পৈতন্ডি, দিব্যেন্দু সরকার, তুতুন চট্টোপাধ্যায়, অমর চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। তাঁরা দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রতিটি দোকানের সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করা, পুর নিগম সংক্রান্ত বিভিন্ন সচেতনতা মূলক ফর্মে বাংলা রাখা সহ নানা দাবি জানান। স্মারকলিপি তুলে দেন পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়ের হাতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
