পুজোর আগে গ্রাফাইট কারখানার কর্মীদের বেতন বাড়ল প্রায় সাড়ে ১০ হাজার!

পুজোর আগে গ্রাফাইট কারখানার কর্মীদের বেতন বাড়ল প্রায় সাড়ে ১০ হাজার!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সগরভাঙার বেসরকারি গ্রাফাইট কারখানার স্থায়ী শ্রমিকদের বেতন বাড়ল প্রায় সাড়ে ১০ হাজার টাকা। বৃহস্পতিবার কলকাতায় শ্রম দফতরে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রম কমিশনার ইখলাক ইসলাম, স্পেশাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনার মনোজ সাহা এবং গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড শ্রমিক সংঘের ইউনিয়ন পদাধিকারী সদস্যরা, কারখানার এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ দীক্ষিত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রণদীপ চক্রবর্তী প্রমুখ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

জানা গিয়েছে, বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক আলোচনার পর চুক্তি চূড়ান্ত হয়। চার বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে মোট ৫৮২ জন শ্রমিক কর্মী এই চুক্তির মাধ্যমে উপকৃত হবেন। মূল বেতনের ৩২ শতাংশ বৃদ্ধি হয়েছে। বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ থেকে বাড়িতে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। চিকিৎসা ভাতা বছরে ৩০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০০ টাকা করা হয়েছে।  শ্রমিকদের চিকিৎসা বীমা ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা হয়েছে। প্রডাকশন ইনসেনটিভ বৃদ্ধি সহ আরও কিছু সুবিধা বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে মাসে শ্রমিকদের সাড়ে ১০ হাজার টাকা বেতন বৃদ্ধি হল বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
পুজোর আগে গ্রাফাইট কারখানার কর্মীদের বেতন বাড়ল প্রায় সাড়ে ১০ হাজার!
News
পুজোর আগে গ্রাফাইট কারখানার কর্মীদের বেতন বাড়ল প্রায় সাড়ে ১০ হাজার!
:
জানা গিয়েছে, বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক আলোচনার পর চুক্তি চূড়ান্ত হয়। চার বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে মোট ৫৮২ জন শ্রমিক কর্মী এই চুক্তির মাধ্যমে উপকৃত হবেন।
Published By
error: Content is protected !!