এক রাতের বৃষ্টিতে ভেসে গেল পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাতভর টানা বৃষ্টিতে কার্যত ভেসে গেল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র! জলমগ্ন হয়ে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের প্রায় প্রতিটি বিভাগই। স্বাস্থ্যকেন্দ্র চত্বর দিয়ে নদীর মতো জল বয়ে যাচ্ছে। এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী, তাঁদের আত্মীয়-পরিজন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা। শুক্রবার সকালে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, চতুর্দিক জলে থইথই করছে। আউটডোর, ইনডোর সর্বত্র জল থই থই করছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দেখা গিয়েছে, জল থেকে বাঁচতে ইটের বা একটু উঁচু জায়গার উপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রোগীর আত্মীয়দের। হাসপাতালের সামনে জমে থাকা নোংরা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। রোগীদের পরিবারের অভিযোগ, এমন পরিস্থিতিতে চিকিৎসা করাতে আসা ভয়ঙ্কর ঝুঁকির। সংক্রমণের আশঙ্কা থাকছে। নাম প্রকাশে অনিচ্ছুক রোগীর এক আত্মীয় বলেন, “রোগীকে নিয়ে আসা তো দূরের কথা, ভেতরে ঢুকতেই আমাদের ভয় করছে। কোথাও বসার জায়গা নেই, সব জায়গায় জল। চরম সমস্যার মধ্যে আছি।” এক চিকিৎসক জানিয়েছেন, “জল জমায় সমস্যা হচ্ছে। তবে তার মধ্যেও আমরা পরিষেবা স্বাভাবিক রাখার ব্যবস্থা করেছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
