বেহাল ডিএসপি টাউনশিপের রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা, বিক্ষোভে তৃণমূল

বেহাল ডিএসপি টাউনশিপের রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা, বিক্ষোভে তৃণমূল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের রাস্তা বেহাল। কোনও ব্যবস্থা নিচ্ছে না রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ। এমন অভিযোগ টাউনশিপের বাসিন্দাদের। তাঁরা জানান, ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ এভিনিউ, হর্ষবর্ধন এভিনিউ সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার বেহাল দশা। প্রতিদিন দুর্ঘটনা লেগেই আছে। অথচ কর্তৃপক্ষ নির্বিকার। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও সাড়া মেলেনি।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

রবিবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী পথে নেমে পড়েন। নেতৃত্ব দেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ। পথ চলতি মানুষের কাছে সাক্ষর সংগ্রহ অভিযান হয়। পল্লব বলেন, “রাস্তা বানালেও তিন–চার মাসের মধ্যে ভেঙে পড়ে। আমরা তাই আন্দোলনে নেমেছি। মানুষের সাক্ষর নিয়ে নগর নিগমে জমা দেব। তারপর নিগম কর্তৃপক্ষ ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে দেবেন।” জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “ইস্পাত কারখানার সঙ্গে দুর্গাপুর নগর নিগম ও আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদকেও জবাবদিহি করতে হবে।” মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আমরা ইতিমধ্যেই ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করেছি। আশা করি বৃষ্টি কমলেই রাস্তার কাজ হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
বেহাল ডিএসপি টাউনশিপের রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা, বিক্ষোভে তৃণমূল
News
বেহাল ডিএসপি টাউনশিপের রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা, বিক্ষোভে তৃণমূল
:
তাঁরা জানান, ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ এভিনিউ, হর্ষবর্ধন এভিনিউ সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার বেহাল দশা। প্রতিদিন দুর্ঘটনা লেগেই আছে। অথচ কর্তৃপক্ষ নির্বিকার।
Published By
error: Content is protected !!