তোলা আদায় করছে পাড়ার তৃণমূল নেতারা, পোস্টার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে
দুর্গাপুরে রাস্তা বন্ধ করে টাকা তোলা হচ্ছে!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের তামলা এলাকার ‘আমাদের পাড়ায় আমাদের সমাধান’ ক্যাম্পের সামনে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাপক ভাবে। পোস্টারে অভিযোগ করা হয়েছে, ভিড়িঙ্গি থেকে তামলা পর্যন্ত ডিপোর কাঁচরা দিয়ে বানানো কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু শ্রমিক, স্কুলপড়ুয়া ও সাধারণ মানুষ। সেই রাস্তায় যাতায়াত বন্ধ করে গাড়ি পিছু টাকা তুলছে তিন জন, মানিক রুইদাস, শংকর রায়, এবং ভিকি শর্মা। তারা পাড়ায় ‘তৃণমূলের নেতা’ হিসাবেই পরিচিত।
পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কর্মী শংকর রায় অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “আমাদের নামে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। প্রমাণ দেখান, আমি কখনও টাকা নিয়েছি? এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো মিথ্যা।” অন্যদিকে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর মন্তব্য, “এরা যা করছে, তার কোনও তুলনা হয় না। মানুষ এবার যোগ্য জবাব দিতে শুরু করেছে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারী জানিয়েছেন, “রাস্তা নির্মাণের আবেদন কয়েক বছর আগে আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদে করা হয়েছে। রাস্তা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের, তাই তাদের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। তবে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, “কেন্দ্রীয় সংস্থা ডিএসপি-র অধীনস্থ রাস্তার অবস্থা বেহাল। তাই সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



