থ্রেট কালচারের অভিযোগে উত্তপ্ত দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ

থ্রেট কালচারের অভিযোগে উত্তপ্ত দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

প্রিন্সিপাল বদলি ঘিরে তুমুল বিতর্ক, তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ফের মাথাচাড়া দিল থ্রেট কালচারের রাজনীতি। অভিযোগ উঠেছে, কিছু শিক্ষক–শিক্ষিকার অনিয়মিত ক্লাস করানোর বিরুদ্ধে সরব হওয়ায় এবং ছাত্র–ছাত্রীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদী ভূমিকা নেওয়ায় অধ্যক্ষকে বদলির চক্রান্ত করা হয়েছে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ঘটনা। অধ্যক্ষ দেবনাথ পালিতের বদলির সিদ্ধান্ত মানা হবে না, এই দাবিতে কলেজ গেটের সামনে সোমবার দুপুরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী–সমর্থকেরা।

কলেজের ছাত্র–ছাত্রীদের একাংশ জানিয়েছেন, প্রায় ছ’মাস ধরে কিছু অধ্যাপক নিয়মিত ক্লাস নিচ্ছিলেন না। বিষয়টি তাঁরা অধ্যক্ষকে জানালে তিনি আলোচনায় বসে সংশ্লিষ্ট শিক্ষকদের সতর্ক করেন। সেই প্রতিবাদই নাকি কাল হয়ে দাঁড়ায় অধ্যক্ষের জন্য। অভিযোগ, অধ্যাপকদের একাংশ রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যক্ষকে বদলির পথে ঠেলে দিচ্ছেন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই বদলির সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভজ্যোতি মজুমদার অভিযোগ করে বলেন, “অধ্যাপক সংগঠনের কিছু নেতা যাঁরা আগে বিরোধী দলে ছিলেন, পরে তৃণমূলে যোগ দিয়ে এখন মাতব্বরি করছেন। তাঁদের কারণেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না বদলির নির্দেশ প্রত্যাহার হচ্ছে।”

অন্যদিকে, জেলার বিজেপি নেতৃত্ব এই আন্দোলনকে কটাক্ষ করে বলেছেন, “তৃণমূলের মধ্যেকার ক্ষমতার লড়াই এখন প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূল ছাত্র পরিষদ আসলে দলের গোষ্ঠীদ্বন্দ্বের হাতিয়ার হয়ে উঠেছে।” এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষামহলের একাংশ মনে করছেন, শিক্ষাক্ষেত্রে ‘থ্রেট কালচার’-এর রাজনীতি ক্রমশই অস্বাভাবিক পরিবেশ তৈরি করছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
থ্রেট কালচারের অভিযোগে উত্তপ্ত দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ
News
থ্রেট কালচারের অভিযোগে উত্তপ্ত দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ
:
অধ্যক্ষ দেবনাথ পালিতের বদলির সিদ্ধান্ত মানা হবে না, এই দাবিতে কলেজ গেটের সামনে সোমবার দুপুরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী–সমর্থকেরা।
Published By
error: Content is protected !!