ইন্ডিয়া পাওয়ার ‘মেধা’ গার্লস স্কলারশিপ দিল ৫ দুঃস্থ ছাত্রীকে

গত সাত বছর ধরে চলছে এই উদ্যোগ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড (IPCL) তাদের সামাজিক উন্নয়ন প্রকল্পে প্রতি বছরের মতো এবারও ৫ জন দুঃস্থ ছাত্রীর হাতে ‘মেধা’ গার্লস স্কলারশিপ তুলে দিল। গত ৭ বছর ধরে এই কর্মসূচী চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এই প্রকল্পে প্রতিবছর পাঁচজন দুঃস্থ মেধাবী ছাত্রীকে উচ্চমাধ্যমিক শিক্ষার জন্য দু’বছরের আর্থিক সহায়তা দেওয়া হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এ’বছর পুজা মণ্ডল (শান্তিনগর বিদ্যা মন্দির), বৃন্তি ভাণ্ডারী (বোরিংডাঙ্গা হাই স্কুল), পিউ মাজি (বার্নপুর সুভাষপল্লি বিদ্যানিকেতন), জয়শ্রী মাজি (সাঁকতোড়িয়া দিশেরগড় গার্লস হাই স্কুল) ও বিপাশা বাউড়িকে (মিঠানি হাই স্কুল) স্কলারশিপ প্রদান করা হয়। শ্রীহরি গ্লোবাল স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী সুদেষ্ণা ঘটক, আসানসোল পুর নিগমের কাউন্সিলর শ্রাবণী মণ্ডল। মেয়েদের শিক্ষার জন্য সংস্থার এই উদ্যোগের প্রশংসা করেন তাঁরা। সংস্থার হোল-টাইম ডিরেক্টর সোমেশ দাসগুপ্ত বলেন, “মেধা প্রকল্পের লক্ষ্য, মেয়েদের শিক্ষায় এগিয়ে নিয়ে গিয়ে আত্মনির্ভর করে তোলা। ভবিষ্যতে এই প্রকল্পের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
