দিনমজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন! তৎপর হল পুলিশ

দুর্গাপুর দর্পণ ডেস্ক: দিনমজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের হদিস পেয়েছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ওই পরিবারকে নোটিশ পাঠানো হয়। আতঙ্কে পরিবারটি স্থানীয় থানায় যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। হরিহরপাড়া থেকেই পুলিশ গ্রেফতার করে তিন যুবককে। তারা কমিশনের লোভ দেখিয়ে ওই দিনমজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার সাইবার প্রতারণা চালিয়ে গিয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিসান মান্ডি এলাকা থেকে তিন যুবককে হাতেনাতে ধরা হয়। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, একাধিক সিম কার্ড, বিভিন্ন ব্যাঙ্কের পাসবই ও এটিএম কার্ড উদ্ধার করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তদন্তে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের একাধিক ব্যাঙ্কের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা সরাত এই প্রতারক চক্র। মুর্শিদাবাদের এই তিন যুবক মূলত ‘এজেন্ট’ হিসেবে কাজ করত। ডোমকল এবং রাজস্থানের এক সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত হয়ে তাঁরা গত কয়েক মাসে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। হরিহরপাড়ার ওই দিনমজুর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন করা হয়। পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্র প্রায় ৭ কোটি ১৮ লক্ষ টাকার আর্থিক লেনদেন করেছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। পুলিশ ধৃতদের জেরা করে মূলচক্রীদের খোঁজ শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
