নিয়ামতপুর শুটআউট কাণ্ডে গ্রেফতার ৮

নিয়ামতপুর শুটআউট কাণ্ডে গ্রেফতার ৮
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, আসানসোল: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় শুটআউট কাণ্ডে একের পর এক গ্রেফতারি চলছে। গত ২৯ আগস্ট রাতে নিয়ামতপুরের রহমান পাড়ায় দুষ্কৃতীরা গুলি করে খুন করে স্থানীয় বাসিন্দা জাভেদ বারিকে। তদন্তে নেমে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ প্রথমে ৩০ আগস্ট তার খুড়তুতো ভাই ইন্তেখাব আলমকে গ্রেফতার করে। তাকে জেরা করে এরপর ২ সেপ্টেম্বর মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ড ফারাহ নাজ-সহ আরও দুইজনকে পাকড়াও করা হয়। তার পর ৮ সেপ্টেম্বর সুপারি কিলার গ্যাং-এর আরও ৪ সদস্যকে পুলিশ গ্রেফতার করে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

পুলিশি হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে, এই ঘটনার মূল ডিলার ও টাকার লেনদেনকারী সাইফ আলি কুরেশি ওরফে চান্দ। শনিবার সকালে তাকে আসানসোলের বস্তিন বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র—একটি বন্দুক ও তিনটি কার্টুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (ওয়েস্ট) সন্দীপ কররা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
নিয়ামতপুর শুটআউট কাণ্ডে গ্রেফতার ৮
News
নিয়ামতপুর শুটআউট কাণ্ডে গ্রেফতার ৮
:
এরপর ২ সেপ্টেম্বর মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ড ফারাহ নাজ-সহ আরও দুইজনকে পাকড়াও করা হয়। তার পর ৮ সেপ্টেম্বর সুপারি কিলার গ্যাং-এর আরও ৪ সদস্যকে পুলিশ গ্রেফতার করে।
Published By
error: Content is protected !!