দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে জমজমাট বিশ্বকর্মা পুজো

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর ফায়ার সার্ভিস রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে। মঙ্গলবার রাতে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পুজোর উদ্বোধন করেন। বুধবার দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে সকাল থেকে পুজোর আয়োজন, দুপুর থেকে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রের আধিকারিক পার্থসারথী ঘোষ জানান, বিশ্বকর্মা পুজো উপলক্ষে মহালয়ার দিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ফল বিতরণ করা হবে। এছাড়া দুর্গা পুজো উপলক্ষে দুর্গাপুর হোপ স্কুলের গরিব বাচ্চাদেরকে জামা কাপড় প্রদান করা হবে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
