Accident News. দুর্গাপুরের মুচিপাড়ায় উল্টে গেল গুড় বোঝাই লরি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মুচিপাড়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গুড় বোঝাই লরি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল। লরির চালক সাহিদ আহমেদ জানিয়েছেন, উত্তরাখন্ড থেকে গুড় বোঝাই লরি নিয়ে তিনি যাচ্ছিলেন কলকাতা। তিনি যাচ্ছিলেন ডান দিকের লেন ধরে। বাঁদিকের লেনে একটি ট্রেলার যাচ্ছিল। আচমকা সেটি মুচিপাড়ার কাছে ডানদিকের লেনে চলে আসে।
ভিডিও দেখতে হলে ইউটিউব লিঙ্কে ক্লিক করুন
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সাহিদ জানান, চরম আতঙ্কিত হয়ে কোনও রকমে নিজেদের বাঁচাতে লরিটিকে আরও ডান দিকে সরিয়ে নিতে গিয়ে সেটি বাঁকুড়ার দিকে যাওয়ার লেনে ঢুকে গিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ট্রেলারটি পালিয়ে যায়। তবে দুর্ঘটনার জেরে কারওর গুরুতর চোট লাগেনি। খবর পেয়ে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ চলে আসে ঘটনাস্থলে। ট্রাফিক পুলিশ ও বিধাননগর ফাঁড়ি সূত্রে জানানো হয়েছে, ক্রেন এনে লরিটিকে সরানোর প্রক্রিয়া চলছে। আগে লরিতে থাকা পণ্য সব নামাতে হবে। ফাঁকা করার পরে সেটি ক্রেন দিয়ে সরানো সম্ভব হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
