শহরের অভিজাত এলাকায় জমছে বর্জ্যের স্তূপ

দুর্গন্ধে ভরে যাচ্ছে আশপাশ
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের অভিজাত এলাকা হিসাবে পরিচিত বিধান নগর। কিন্তু সেখানকার নশো মোড়ে গেলে আর এলাকাটিকে অভিজাত এলাকা বলে মনে হবে না! এই মোড়ের কাছেই দিনের পর দিন জমছে নোংরা আবর্জনার স্তূপ। আগে এখানে নোংরা ফেলার জন্য পুরসভার একটি কন্টেনার ছিল। কিন্তু নিয়মিত কন্টেনার সাফ না করার জন্য দুর্গন্ধে ভরে যেত এলাকা। স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে সেই কন্টেনার সরিয়ে নেয় দুর্গাপুর নগর নিগম। তারপর থেকে লোকজন বর্জ্য ফেলছে সেই ফাঁকা জায়গায়। আবর্জনার পরিমাণ বাড়তে বাড়তে উঠে আসছে রাস্তার উপর।
এই খবরের ভিডিও দেখতে হলে ইউটিউবে যান
স্থানীয় ব্যবসায়ী বিকাশ দাস বলেন, ”নগর নিগমের ময়লা ফেলার একটা কন্টেনার এখানে ছিল বহুদিন ধরে। সবাই সেখানে ময়লা ফেলত। মাঝে মধ্যে নগর নিগমের গাড়ি এসে সেই ময়লা নিয়ে যেত। এখন আর সেটি নেই। রাস্তার ধারে সবাই ময়লা ফেলে দেয়। নিয়মিত সাফ হয় না। দুর্গন্ধে ভরে যায় এলাকা। চরম অসুবিধা হয়। আমরা চাই নিয়মিত এই নোংরা পরিষ্কার করা হোক।”
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ” বিধান নগরের নশো মোড়ের কাছে আবর্জনা জমে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর কাছে দাবি জানাচ্ছি, এলাকাবাসীর দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এলাকায় ফের স্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করা হোক।” (Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি বলেন, “আমি এসআই এর সঙ্গে কথা বলছি। বর্তমানে বাড়ি বাড়ি নোংরা সংগ্রহের ব্যবস্থা চালু করা হয়েছে। তা সত্বেও ওখানে কারা ময়লা ফেলছে, তা দেখতে হবে। হয় এলাকাবাসী নয় দোকান থেকে আবর্জনা ফেলা হচ্ছে ওখানে। এটা চলতে পারে না। পুর নিগমের পক্ষ থেকে আর কোথাও ডাস্টবিন রাখা হচ্ছে না। কিন্তু তা বলে যেখানে সেখানে নোংরা ফেলে দেব, এটা মেনে নেওয়া হবে না। নিয়মিত নোংরা সংগ্রহের জন্য ভ্যান যাচ্ছে। যা থাকবে, জমিয়ে ভ্যানে ফেলুন। রাস্তার ধারে নয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )