বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য ৫ লক্ষ টাকা সাহায্য দুর্গাপুর চেম্বার অব কমার্সের

প্রয়োজনে আরও সাহায্যের আশ্বাস
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য ৫ লক্ষ টাকা সাহায্য দিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকা দেওয়া হলেও পরে আরও কিছু সাহায্য করার পরিকল্পনা রয়েছে বলে চেম্বার অফ কমার্সের তরফে জানানো হয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত জানান, এই সপ্তাহেই ৫ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারের হাতে প্রদান করা হবে। এডিডিএ-র চেয়ারম্যান তথা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান কবি দত্ত জানান, উপদ্রুত এলাকায় কার কী সাহায্য লাগবে তা চেম্বার অব কমার্সের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু সরকারের কাছে তথ্য থাকে, কোথায় কোন ধরনের ত্রাণ বা সাহায্য লাগবে। তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ দান করা হচ্ছে। সরকার প্রয়োজন মত তা ব্যবহার করতে পারবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )