ডিএসটিপিএস এর জোড়া ছাই পুকুর গোপালমাঠ থেকে সরিয়ে ফেলার দাবি

প্রতীকি ছবি
ডিএসটিপিএস-এর ছাই পুকুরের দূষণে বিপর্যস্ত গোপালমাঠ!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন (ডিএসটিপিএস) এর দুটি খোলা ছাই পুকুরের দূষণে জেরবার দশা দুর্গাপুরের গোপালমাঠ ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এমন অভিযোগ তুলে দূষণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি রক্ষা কমিটি আন্দোলন করছে। কমিটির সদস্যদের গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু আন্দোলন বন্ধ হয়নি।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অভিযোগ জানানোর পরে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ডিএসটিপিএস কর্তৃপক্ষকে ২০ লক্ষ টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দেন। তিন বার ত্রিপাক্ষিক শুনানি হয়। ছাই পুকুরের দূষণ নিয়ন্ত্রণে কিছু নির্দেশ দেওয়া হয়। ছাই পুকুরের দূষণ সামান্য কমে। কিন্তু সামগ্রিক অবস্থার তেমন কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, দূষণের জেরে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে বিশেষ করে বয়স্করা বিপদে পড়ছেন। তাঁদের অভিযোগ, ১৭ বছর ধরে এত দূষণ ভোগ করতে হয় তাঁদের। অথচ তাপবিদ্যুৎ কেন্দ্রে এলাকার কেউ কাজ পান না। ডিএসটিপিএস কর্তৃপক্ষ সিএসআর প্রকল্পে এই এলাকার জন্য কোনও উন্নয়নমূলক কাজও করেন না।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
গত ৯ অক্টোবর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রাজ্য ও দুর্গাপুর দফতরে ই-মেল করে অবিলম্বে ছাই পুকুরদুটি লোকালয় থেকে পুরোপুরি সরিয়ে ফেলার দাবি জানানো হয়। কারণ, শুধু জল দিয়ে বা মিস্ট ক্যানন ব্যবহার করে ছাই পুকুরের দূষণ রোখা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের সুরক্ষিত রাখতে গেলে পুকুর দুটি স্থায়ী ভাবে সরিয়ে ফেলাই একমাত্র পথ বলে দাবি স্থানীয়দের। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুমকি দেওয়া হয়েছে ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে। এই পরিস্থিতিতে ডিএসটিপিএস কর্তৃপক্ষ ভূমি রক্ষা কমিটির ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়কে চিঠি দিয়ে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় সিএসআর প্রকল্পে উন্নয়নের আশ্বাসও দিয়েছেন। যদিও ধ্রবজ্যোতি বলেন, “যে সমস্ত পদক্ষেপ করা হয়েছে তা যথেষ্ট নয়। ১৭ বছর ধরে লাগাতার দূষণ ভোগ করতে হচ্ছে আমাদের। ছাই পুকুর সরিয়ে ফেলাই একমাত্র সমাধান।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )