দুর্গাপুরে মেডিকেল ছাত্রী নির্যাতনে কে নাটের গুরু, প্রকাশ্যে এল নাম
আর কোনও ধোঁয়াশা রইল না
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আর কোনও ধোঁয়াশা রইল না। দুর্গাপুরে মেডিকেল ছাত্রী নির্যাতনে কে নাটের গুরু, প্রকাশ্যে এল নাম। গত ১০ অক্টোবর রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পুলিশ বিজড়া ডাঙাপাড়ার শেখ রিয়াজউদ্দিন, ফিরদৌস শেখ, নাসিরুদ্দিন শেখ ওরফে সম্রাট, সফিক শেখ এবং বিজড়া বাউড়িপাড়ার অপু বাউড়িকে গ্রেফতার করে। ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী তাঁর সহপাঠী মালদার ওয়াসিফ আলির সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, ফাঁকা রাস্তার পাশের জঙ্গলে তাঁকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ওই মামলায় ঘটনার দিন তিনের পরে গ্রেফতার করা হয় সহপাঠী ওয়াসিফকেও।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শুক্রবার ফুলঝোড়ের দুর্গাপুর উপ সংশোধনাগারে টিআই প্যারেডের ব্যবস্থা করে পুলিশ। কড়া পুলিশি প্রহরায় সংশোধনাগারে আনা হয় নির্যাতিতাকে। ঘন্টাখানেকের বেশি সময় ধরে চলে সনাক্তকরণ পর্ব। সোমবার পুলিশ এই রিপোর্ট আদালতে পেশ করে। ধৃতদের কার কী ভূমিকা ছিল সেই রাতে, তা সনাক্তকরণের সময় জানিয়ে দেয় নির্যাতিতা। নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ বলেন, শেখ ফিরদৌস ধর্ষণ করে। বাকিরা ছিল সেখানে। বিচারক দ্রুত মামলার শুনানি শুরু করবেন। এদিন বিচারক ফের ধৃতদের জামিন নাকচ করে দেন। ফের তাদের ৩১ অক্টোবর আদালতে তোলা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


