দুর্গাপুরে বাসস্ট্যান্ডে এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে তুমুল বিতর্ক
কেন বাসস্ট্যান্ডে ফর্ম দিচ্ছিলেন BLO?
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে রাজ্যজুড়ে। নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনিউমারেশন ফর্ম তুলে দেওয়ার কথা। তবে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এমএএমসি টাউনশিপে দেখা গেল ভিন্ন চিত্র। অভিযোগ, পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ১৫২ নম্বর বুথের বিএলও (BLO) সুষমা ভৌমিক বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলি করছিলেন। আর তা দেখেই এলাকায় শুরু হয় গুঞ্জন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। স্থানীয়রা প্রশ্ন তোলেন—বাড়ি না গিয়ে কেন বাসস্ট্যান্ডে ফর্ম দেওয়া হচ্ছে? উপস্থিত ছিলেন তৃণমূলের বিএলএ। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত বিএলও সুষমা ভৌমিক অবশ্য দাবি করেন, তিনি নিয়ম মেনেই বাড়ি বাড়ি যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সাময়িক বিশ্রামের জন্য বাসস্ট্যান্ডে বসেছিলেন। সেই সময় ফর্মগুলি সাজাচ্ছিলেন। তবে, যেসব বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট ভোটারদের পাওয়া যায়নি, তাঁদের মধ্যে কিছুজনকে বাসস্ট্যান্ডেই ফর্ম দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


