হার্ড কপিতে নাম, পোর্টালে নেই! দুর্গাপুরে ভোটার তালিকা নিয়ে তোলপাড় কাণ্ড
রাজনৈতিক তরজা তুঙ্গে
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক। বহু ভোটার জানিয়েছেন, ২০০২ সালের হার্ড কপির তালিকায় তাঁদের নাম থাকলেও নির্বাচন কমিশনের পোর্টালে তাঁদের অস্তিত্ব নেই। হঠাৎ এভাবে নাম উধাও হয়ে যাওয়ায় এসআইআর প্রক্রিয়া সামনে রেখে দুশ্চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।
ডিএসপি টাউনশিপের বি-জোনের ভারতী রোডের বাসিন্দা তমাল ভট্টাচার্য জানান, তাঁদের পাড়ার মোট ৪১ জন ভোটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না পোর্টালে, যদিও কাগজে-কলমে সবাই বৈধ ভোটার। তিনি বলেন, “আমরা উদ্বিগ্ন। মহকুমাশাসকের সঙ্গে দেখা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন।” মহকুমাশাসক সুমন বিশ্বাস সোমবার তাঁদের দেখা করতে বলেছেন। তাঁর আশ্বাস — কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রবিবার ওই ভোটারদের সঙ্গে দেখা করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তাঁর দাবি, দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকার মাত্র ৯টি বুথেই ২৯২ জন এমন ভোটার চিহ্নিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, “এটা পরিকল্পিত। ম্যাপিংয়ে গ্যাপ দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে নাম তোলা হয়নি।পোর্টালে নাম কম দেখিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কারসাজি করে আসল ভোটারের সংখ্যা লুকিয়ে রাখা হয়েছে।”
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই পাল্টা বলেন, “চক্রান্ত করছে তৃণমূল। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি — বৈধ ভোটারদের নাম বাদ যাবে না। অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। অবৈধ ভোটারদের নাম বাদ গেলেই হেরে ভুত হয়ে যাবে তৃণমূল। সেকথা বুঝতে পেরে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তৃণমূল।” রাজনৈতিক চাপানউতর যাই চলুক, তালিকায় নাম থাকলেও পোর্টালে কীভাবে তা গায়েব হয়ে গেল, পুরো ঘটনায় কার্যত দিশেহারা সেই সব ভোটাররা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


