বুলডোজার চালালো দুর্গাপুর নগর নিগম
পুরনিগমের বিরুদ্ধে সরব বাড়ির মালিক
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ড এর পিয়ালা গ্রামে সোমবার পুরনিগম বুলডোজার চালিয়ে ভেঙে দিল একটি পাঁচিল। স্থানীয় বাসিন্দা প্রতাপ পালের দাবি, তাঁর মায়ের নামে জমি রয়েছে। সেই জমি তিনি পাঁচিল দিয়ে ঘিরেছিলেন। সেই পাঁচিল এদিন ভেঙে দিল দুর্গাপুর নগর নিগম। তাঁর দাবি, তিনি দুর্গাপুর আদালত, কলকাতা হাইকোর্টে তিনি জয়ী হয়েছেন। তারপরেও বেআইনিভাবে এদিন পাঁচিল ভেঙে দেওয়া হয়। তিনি এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন।
পুর নিগমের দাবি, সরকারি জমি দখল করে পাঁচিল দিয়েছিলেন প্রতাপবাবু। এর ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। পাড়ার লোকেদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। তাছাড়া, স্থানীয়রা অভিযোগ করেছিলেন, কেউ অসুস্থ হয়ে পড়লে রাস্তা বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স ঢোকে না পাড়ায়। অবিলম্বে পুর নিগমের কাছে পাঁচিল ভেঙে দিয়ে রাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁরা। সেই মতো এদিন পদক্ষেপ করে পুর নিগম।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিন পুলিশের বিশাল বাহিনী এলাকায় মোতায়েন ছিল। উপস্থিত ছিলেন ডেপুটি মেজিস্ট্রেট বিশ্বজিৎঘোষ। ছিলেন পুর নিগমের ইঞ্জিনিয়াররা। ডেপুটি মেজিস্ট্রট জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য তিনি উপস্থিত ছিলেন। পুর নিগমের তরফে জানানো হয়েছে, প্রতাপবাবুকে অবৈধ পাঁচিল ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি গুরুত্ব দেননি। তাই এদিন ভেঙে দেওয়া হয় পাঁচিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


