পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লিগ-সিজন ৪, জমজমাট প্রস্তুতিতে মাতোয়ারা ক্রিকেটপ্রেমীরা
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
দুর্গাপুর দর্পণ, পানাগড়: সোমবার থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড়ে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লিগ – সিজন ৪। শীতের আগমনী আবহে ক্রিকেটময় হয়ে উঠেছে গোটা পানাগড় এলাকা। টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের পরিবেশ। মিত্র সংঘ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি—পিচ তৈরি, মাঠ সাজানো, আলোর ব্যবস্থা—সব মিলিয়ে এখন শুধুই কাউন্টডাউন!
এর আগে সেপ্টেম্বরে এই একই মাঠেই বিপুল উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল নিলাম। সেখানে উপস্থিত ছিলেন ১২টি ফ্রাঞ্চাইজির মালিক, কোচ, সাপোর্ট স্টাফ সহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। দুর্গাপুর মহকুমা, বুদবুদ এবং আউশগ্রাম থানা এলাকার শতাধিক আগ্রহী ক্রিকেটার অনলাইনে নাম নথিভুক্ত করেছিলেন। তাদের সেই তালিকা অনুযায়ী নিলামে তুলেই দল গঠন করা হয়। অনেক তরুণ ক্রিকেটার প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের সুযোগ পাওয়ায় এলাকাজুড়ে দারুণ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
লিগের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “গত তিন বছরের মতো এবারের আয়োজনও হতে চলেছে স্মরণীয়। প্রতিটি দলই শক্তিশালী। নতুন ও প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনাই আমাদের মূল লক্ষ্য। হাজার হাজার দর্শক প্রতিবার মাঠে এসে যে ভালোবাসা দেখান, সেটাই আমাদের অনুপ্রেরণা।” স্থানীয় ব্যবসায়ী, ক্লাবকর্তা ও সমাজসেবীদের সহযোগিতায় এবার টুর্নামেন্টের আকার আরও বড় হয়েছে। দর্শকদের জন্য বিশেষ গ্যালারি, খাবারের স্টল, লাইভ স্কোর আপডেট ব্যবস্থা তৈরি করা হচ্ছে।
ম্যাচ উপভোগ করতে ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে ক্রিকেটপ্রেমীরা আগ্রহ প্রকাশ করেছেন। সপ্তাহান্তে ছুটির দিনে মাঠে থিকথিকে ভিড় জমবে বলে আয়োজকদের আশা। টুর্নামেন্টে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিচ্ছে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের অংশগ্রহণ। স্থানীয় লিগ, স্কুল ক্রিকেট ও ক্লাব ক্রিকেটের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় এবার বিভিন্ন দলে খেলবেন বলে জানা গেছে। ফলে প্রতিযোগিতা হবে আরও বেশি রোমাঞ্চকর। সব মিলিয়ে বলা যায়, সোমবার থেকে আবারও ক্রিকেট-উন্মাদনায় ভাসতে চলেছে পানাগড়। প্রতিদিনের ম্যাচ, রোমাঞ্চকর মুহূর্ত আর ব্যাট-বলের লড়াই উপভোগ করতে প্রস্তুত হাজারো দর্শক। পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লিগ–সিজন ৪ এ বছরও হয়ে উঠবে জেলার অন্যতম বড় ক্রীড়া উৎসব—এমনটাই আশা আয়োজকদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


