‘কুনুর কথা’ পত্রিকার ২৩ তম বর্ষপূর্তি পালন

‘কুনুর কথা’ পত্রিকার ২৩ তম বর্ষপূর্তি পালন
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: উৎসাহ উদ্দীপনার সঙ্গে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) মাধাইগঞ্জে কুনুর লোকসংস্কৃতি মঞ্চে পালিত হল ‘কুনুর কথা’ পত্রিকার ২৩ তম বর্ষপূর্তি সম্মেলন। সকালে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয় স্থানীয় লোকশিল্পী সুকুমার মন্ডল পরিবেশিত নীলকন্ঠ সঙ্গীত এবং গীতা ভবনের (পাঁচড়া, বীরভূম) অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ কর্তৃক মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

কুনুর কথা আয়োজিত বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত শিল্পী ঋতুকণা ভৌমিক বৈদিক মন্ত্র ও রজনীকান্তের গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ‘পানাগড় বার্তা’র সম্পাদক নির্মল বন্দ্যোপাধ্যায়, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য, সমাজসেবী সুদেব রায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড: বাসুদেব হাজরা, গোপভূম গবেষক শিবশংকর ঘোষ, সাহিত্যিক তারাচরণ মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুনুর কথা-র সম্পাদক চুনিলাল মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!