রেজাংলার বীরদের স্মরণে দুর্গাপুরে বাইক র্যালি
চীন-ভারত যুদ্ধে রেজাংলার শৌর্যগাঁথাকে সম্মান
শহীদ সেনাদের শ্রদ্ধা জানাল যদুবংশ সেবা সমিতি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ১৯৬২ সালের ১৮ নভেম্বর চীন-ভারত যুদ্ধের সময় ভারতের লাদাখের রেজাংলা পাসে ১৮,০০০ ফুটেরও বেশি উচ্চতায় ১৩তম কুমায়ুন ব্যাটালিয়নের চার্লি কোম্পানি শেষ পর্যন্ত লড়াই করে কয়েক হাজার চীনা সৈনের আক্রমণ রুখে দেয়। মেজর শয়তান সিং-এর নেতৃত্বে এই কোম্পানিতে ১২০ জন সৈন্য ছিল। যখন তাঁদের গোলাবারুদ শেষ হয়ে গিয়েছিল, তখন তাঁরা তাঁদের বেয়নেট ব্যবহার করে চীনাদের মোকাবিলা করেছিলেন। শেষ পর্যন্ত তাঁদের মধ্যে ১১০ জন সৈন্য শহীদ হন। তৈরি হয় এক অমর ইতিহাস।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দিনটি স্মরণীয় করে রাখতে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে যদু বংশ সেবা সমিতি রেজাংলা শৌর্য দিবস উপলক্ষে ওল্ড কোর্ট মোড় থেকে বাইক র্যালির আয়োজন করে। সূচনা করেন পুর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, আসানসোল পুর নিগমের কাউন্সিলর রূপেশ যাদব প্রমুখ। কাদা রোড, ভিরিঙ্গি মোড়, বেনাচিতি বাজার, পাঁচমাথা মোড় ঘুরে ৫৪ ফুট, রাঁচি কলোনি হয়ে সিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র্যালির আয়োজক দুর্গাপুর যদুবংশ সেবা সমিতির সভাপতি ভোলা যাদব জানান, ১২০ জন বাহাদুর ভারতীয় সেনা প্রায় পাঁচ হাজার চীনা সৈন্যের বিরুদ্ধে লড়াই করে তাদের পিছু হটতে বাধ্য করেছিল। দিনটি স্মরণীয় করে রাখতে এই বাইক র্যালির আয়োজন করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


