খানদানি চোরের বংশ! উত্তরপ্রদেশ থেকে ছেলেকে দুর্গাপুরে ধরে আনল পুলিশ
বাড়ি ফিরেও শেষ রক্ষা হল না!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ১৩ নভেম্বর রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ১৪ নম্বর ওয়ার্ডের আনন্দনগর অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাটে চুরি হয়। ফ্ল্যাটের মালিক হলেন অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল। নগদ ২ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। ফরিদপুর ফাঁড়ি একটি টিম গঠন করে ঘটনার তদন্তে নামে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করতে শুরু করেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িটিতে উত্তর প্রদেশের নম্বর রয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, উত্তরপ্রদেশের এক যুবক, তার বাবা এবং আরও ২ জন, মোট ৪ জন এসেছিল চুরি করতে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চত হয়। এরপর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার শালিমার এক্সটেনশন এলাকা থেকে গ্রেফতার করে আনা হয় মহম্মদ শেহজাদ খানকে। তার বাবা শেরিফ খান ও বাকি আরও ২ জনের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। যে গাড়িতে করে তারা চুরি করতে এসেছিল, সেই গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার শেহজাদকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তাকে জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


