বিহারের পরে বাংলা! দুর্গাপুরে দাবি করলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ

বিহারের পরে বাংলা! দুর্গাপুরে দাবি করলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিহারের পরে বাংলা! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভার সাংসদ সুরেন্দ্র সিং নাগর। তিনি বলেন, ২০২৪ সালের পরে যেখানেই নির্বাচন হয়েছে, ঝাড়খন্ড ছাড়া সব জায়গায় বিজেপি ক্ষমতায় এসেছে। বিহারে ভাল ফল হয়েছে। এবার ২০২৬ সালে বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে। অবসান হবে জঙ্গলরাজের।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

দেশ জুড়ে একতা যাত্রার আয়োজন করছে বিজেপি। এদিন দুর্গাপুরে একতা যাত্রার আয়োজন করা হয়। সেই যাত্রায় যোগ দেন সাংসদ সুরেন্দ্র সিং নাগর।  দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে বেনাচিতি পাঁচমাথা মোড় পর্যন্ত একতা যাত্রা হয়। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই, জেলা সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, মুখপাত্র সুমন্ত মণ্ডল প্রমুখ। যাত্রা শেষে একটি সভা অনুষ্ঠিত হয় পাঁচমাথা মোড়ে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!