অনন্য মিউজিকের উদ্যোগে বীরেন্দ্র মঞ্চে সঙ্গীত সন্ধ্যা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সুর ও আবেগে ভরা এক মনোজ্ঞ সন্ধ্যার সাক্ষী রইলেন উত্তর কলকাতার শ্রোতারা। ১৬ নভেম্বর বীরেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হলো ‘প্রভু আমার প্রিয় আমার’ শীর্ষক এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা, যার আয়োজন করেছিল ‘অনন্য মিউজিক’-এর শিল্পী ও সদস্যরা। মূলত রবীন্দ্র সঙ্গীত নির্ভর এই অনুষ্ঠানে একের পর এক সুরেলা পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সঙ্গীত পরিবেশন করেন সুমন পান্থি, দেবশ্রী বিশ্বাস, ঋতুকণা ভৌমিক, দেবজিৎ দত্ত, ড. লোপামুদ্রা রায়, মধুমিতা মুখোপাধ্যায়সহ মোট ১৫ জন শিল্পী। আবৃত্তি পরিবেশেন করেন অর্পিতা বসু, যিনি তাঁর কণ্ঠে অনুষ্ঠানের আবহকে আরও সমৃদ্ধ করেন। যন্ত্রসঙ্গীতে অনিকেত চক্রবর্তী, স্বপন অধিকারী ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সহযোগিতা পুরো অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ছিল বেশ কয়েকটি সংস্থা পরিবেশিত সমবেত সঙ্গীত, যা পুরো সন্ধ্যাকে এক অন্য মাত্রা দেয়। সুর, তাল আর আবেগে মোড়া এই আয়োজনে শ্রোতারা উপভোগ করলেন এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


