দুর্গাপুর পুর নিগমের গ্যারাজে ফের দুঃসাহসিক চুরি!

দুর্গাপুর পুর নিগমের গ্যারাজে ফের দুঃসাহসিক চুরি!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

‘গানম্যান ছিল, তবু টের পেল না’—উঠছে অস্বস্তিকর প্রশ্ন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পুর নিগমের গাড়ির গ্যারাজে ফের বড়সড় চুরির ঘটনা সামনে এসেছে। সিটিসেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামের পাশে রয়েছে পুরনিগমের এই গ্যারাজ। আবর্জনা ফেলার গাড়ি, ওয়াটার ক্যানন, অত্যাধুনিক লিফ সাকশন মেশিন সহ নানা গাড়ি ও যন্ত্রপাতি এখানে রাখা হয় ও মেরামত করা হয়। অভিযোগ, তিনদিন আগে দুষ্কৃতীদের একটি দল রাতের অন্ধকারে টিন ভেঙে গ্যারাজে ঢুকে পড়ে এবং কয়েক লক্ষ টাকার ব্যাটারি ও দামি যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাইস চেয়ারপার্সন ধর্মেন্দ্র যাদব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। শনিবার রাতে তিনি সিটিসেন্টার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, রাতে গ্যারাজে লাঠিধারী সাধারণ নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে একজন গানম্যানও থাকেন। তার পরেও দুষ্কৃতীরা কীভাবে টিন ভেঙে ব্যাটারি ও যন্ত্রাংশ নিয়ে চম্পট দিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বস্তুত নিরাপত্তা রক্ষীদের ভূমিকা সন্দেহের উর্ধে নয় বলে মনে করা হচ্ছে। চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ও এইভাবে চুরির ঘটনার পিছনে নিরাপত্তার গাফিলতি রয়েছে বলে মনে করেন। নজরদারি জোরদার করতে দ্রুত গ্যারাজ জুড়ে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে। এর আগেও এই গ্যারাজে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!