ডাম্পারের ধাক্কায় উল্টে গেল চারচাকা! অলৌকিক রক্ষা দুই যাত্রীর
জাতীয় সড়কে মরণফাঁদ!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন জাতীয় সড়ক ১৯-এ ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার বিকেল তিনটার সময় বিধান নগর থেকে ভিরিঙ্গির দিকে ছুটে যাওয়া একটি চারচাকা গাড়ির পিছনে আচমকাই সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগামী ডাম্পার। প্রচণ্ড আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েকবার উল্টে গিয়ে সড়কের ডিভাইডারের গায়ে আঘাত করে উল্টো হয়ে থমকে যায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ধাক্কা মারার পর ঘটনাস্থলে না থেমে ডাম্পারটি দ্রুত পালিয়ে যায়। এতবার গাড়িটি উল্টে যাওয়ার পরেও আশ্চর্যজনকভাবে প্রাণে রক্ষা পান গাড়ির দুই আরোহী। ঘটনার খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য আসানসোলমুখী লেনে ব্যাপক যানজট তৈরি হয়। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। পুলিশ পালিয়ে যাওয়া ডাম্পারটিকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


