কাঁকসায় অভিনব কায়দায় চলছিল বালি পাচার, নড়েচড়ে বসল প্রশাসন
বীরভূম থেকে কাঁকসায় বালি ট্রানজিট!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার দিকে গোপনে বালি পাচারের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। সূত্রের খবর, সরকারি বালিঘাটের বেশিরভাগই বীরভূম প্রশাসনের আওতায় থাকলেও, কিছুদিন ধরে অভিনব পদ্ধতিতে অজয়ের বুকে অস্থায়ী রাস্তা তৈরি করে বালি পাচারের প্রবণতা বাড়ছিল। অভিযোগের ভিত্তিতে ম্যাপ হাতে নিয়ে টিম হাজির হয় কাঁকসার বিদবিহারের একাধিক ঘাটে। দীর্ঘক্ষণ ধরে চলে তদন্ত।
অভিযানে অজয়ঘাট–শিবপুর রাস্তায় সন্দেহভাজন একটি ট্রাক আটক করা হয়। এছাড়া একাধিক ট্রাক্টরকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে বলে দফতর সূত্রের দাবি। প্রশাসনের অনুমতি ছাড়াই নদীর বুকে রাস্তা নির্মাণ করে এই ‘চক্র’ কীভাবে এতদিন ধরে কাজ চালিয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিন থেকে এলাকায় বালির লরি ও ট্রাক্টরের গতিবিধির উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই অভিযোগ করে বলেন, “অজয় আর দামোদর—দু’টি নদীর গতিপথই বদলে দিচ্ছে বালি মাফিয়ারা। পুলিশ কি কিছুই জানে না? শাসক দলের মদতেই বালি পাচার চলছে এভাবে।” জবাবে তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “অবৈধ কাজ যেখানে হবে, সেখানেই প্রশাসন ব্যবস্থা নেবে। আজকের অভিযানই তার প্রমাণ। ভূমি ও ভূমি রাজস্ব দফতর কোনও বেআইনি কাজ বরদাস্ত করে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


