দুর্গাপুুর দর্পণ,পূর্ব বর্ধমান, ১ আগস্ট ২০২৩: বর্ধমান মেডিক্যাল কলেজে (BMCH) গত তিনদিনে কোভিডে (Covid-19) তিনজনের মৃত্যু হল। আর তাতেই নড়ে চড়ে বসল স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, তিন জনের মৃত্যু নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গিতে নয় জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে কোভিডে মৃত্যুর খবর প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলেজে এই তিন দিনে মৃত্যু হয়েছে তিন কোভিড আক্রান্তের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ১৪ জন কোভিডে আক্রান্ত রোগী ভর্তি আছে। বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার তাপস ঘোষ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
WhatsApp Group
Join Now