দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জানুয়ারি ২০২৪: তিন বছরে রাজ্যে একজনও পোস্টকার্ডে (Post Card)ব্যক্তিগত চিঠি লেখেননি? ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের তথ্য অনুযায়ী গত তিন বছরে একটিও ব্যক্তিগত পোস্ট কার্ড কোনও পোস্ট অফিস থেকে কারও বাড়ি যায়নি। যেটুকু যা ব্যবহার হয়েছে তা শুধু বাণিজ্যিক প্রয়োজনে।
চিঠি লেখার এই রেওয়াজ এভাবে একেবারে শেষ হয়ে যাওয়ার কুফল নিয়ে অনেকে চিন্তিত। পোস্টকার্ডে চিঠি লেখার সময় পত্র লেখকের কল্পনা শক্তি প্রকাশ পায়। অল্প জায়গার মধ্যে কীভাবে ভাব প্রকাশ করা যায়, সেই চিন্তাভাবনার পরিসর বাড়ে। ডাক বিভাগ জানিয়েছে, পড়ুয়াদের মধ্যে চিঠি লেখার অভ্যাস গড়ে তুলতে প্রতিযোগিতা করার কথা ভাবা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now