মুখ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবিতে চিঠি গেল দুর্গাপুর থেকে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে বেকার যুবকদের কাজের দাবিতে, দুর্গাপুরের কারখানায় কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে এবং ভূমিহারা ভূমিপুত্রদের অধিকারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি গেল। ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, দুর্গাপুর শহরের ৪৩টা ওয়ার্ড জুড়ে কত শতাংশ স্থানীয় যুবক বা কত শতাংশ ভুমিপুত্র কারখানাগুলোতে কাজের সুযোগ পায়? কেন এই শহরের শ্রমিকদের উপর অবিচার, বঞ্চনা নেমে আসছে? কেন এই শহরের বেসরকারি কারখানাগুলোতে শ্রমিকদের ক্রীতদাস করে রাখা হচ্ছে ? মুখ্যমন্ত্রীকে চিঠিতে পাঁচ দফা দাবি জানানো হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ভূমিহারা ভূমিপুত্রদের জমিতে গড়ে ওঠা কারখানাগুলোতে, ভুমিপুত্রদের অন্তত পক্ষে ৭৫ শতাংশ কাজের সংরক্ষণ নিশ্চিত করতে হবে। দুর্গাপুর শহরের বেকার যুবকদের সমস্ত স্থানীয় কারখানায় অন্তত পক্ষে ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কাদা রোডের বেসরকারি সিমেন্ট কারখানার কর্মরত ঠিকা শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ নানা দাবি দাওয়া অবিলম্বে পূরণ করার ব্যবস্থা করতে হবে। শিল্পের জন্য ভূমিহারা ভূমিপুত্রদের জমির দলিল পাট্টার ব্যবস্থা করতে হবে। গত পনেরো বছরে স্থানীয় শ্রমিক নেতারা কী ভাবে বিপুল পরিমাণ সম্পত্তি, টাকা পয়সার মালিক হলেন, তার সঠিক তদন্ত করতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
