দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) কোকওভেন বিভাগে ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কনভেয়ার বেল্টের বিশাল পরিকাঠামো। ওই সময়ে কোনও কর্মী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডিএসপি। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে।
কারখানার কোকওভেন বিভাগের বাই প্রোডাক্ট সেকশনের ২০ এ কনভেয়ার বেল্টে আগুন লাগে। ওই এলাকায় কয়লার গুড়ো পড়ে থাকে। সেই কয়লার গুড়োর স্তূপে প্রথম আগুন লাগে। তারপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। নাইট ডিউটি শেষ হয়ে সবে মর্নিং শিফটের কর্মী, শ্রমিকরা ওই সেকশনে তখন ঢুকতে শুরু করেছেন। তাঁরাই আগুন দেখে খবর দেন কন্ট্রোল রুমে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ডিএসপির দমকলের দুটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৩৫ ফুট লম্বা কনভেয়ার বেল্টের পুরো পরিকাঠামো ভেঙে পড়েছে। ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানান, ” কী করে ওখানে আগুন লাগলো তা তদন্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)