বিধাননগরে ইঞ্জিনিয়ারিং কলেজের ৪ তলা থেকে পড়ে মৃত্যু, চলছে বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগরে ইঞ্জিনিয়ারিং কলেজের ৪ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ঠিকা শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছেন মৃতের আত্মীয়-পরিজন ও শ্রমিকেরা। উত্তেজনা দুর্গাপুরের বিধাননগরের হাডকো মোড় সংলগ্ন ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মৃত ঠিকা শ্রমিকের নাম শেখ হায়দার আলী (২৫)। বুদবুদ থানার দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকোড়া এলাকার বাসিন্দা। পরিবার পরিজনদের অভিযোগ, ৮ আগস্ট রাজমিস্ত্রির হেল্পারের কাজ করছিল হায়দার। তখন আচমকা কলেজের ৪ তলা থেকে মাটিতে পড়ে যায় সে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, কোনও ক্ষতিপূরণ দেননি কলেজ কর্তৃপক্ষ। ঠিকাদারও কোনও গুরুত্ব দিচ্ছে না। সেজন্যই এই বিক্ষোভ বলে জানান তাঁরা। দ্রুত ক্ষতিপূরণ দেওয়া না হলে বৃহত্তর বিক্ষোভ করার হুঁশিয়ারি দেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
