ভক্তের ভগবান! স্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন মহাদেব! ১৫৯৫ কিমি দণ্ডি যাত্রা করে স্বামী যাচ্ছেন বদ্রীনাথে

স্ত্রীকে জীবন দান করেছেন মহাদেব! কৃতজ্ঞ অপুর ১৫৯৫ কিমি দণ্ডি যাত্রা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিশ্বাসের শক্তি কখনও কখনও অসম্ভবকে সম্ভব করে তোলে। বর্ধমানের বাসিন্দা অপু বাগদি তার জীবনে সেই অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। জীবন-মৃত্যুর লড়াইয়ে যখন তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ, হৃদপিণ্ডের দুটি ভাল্ব সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল, ডাক্তাররাও আশা ছাড়তে বসেছিলেন। অপু তখন মহাদেবকে স্মরণ করে অনবরত ভক্তি ও নামজপে ডুবে গিয়েছিলেন। অপুর বিশ্বাস, আশ্চর্যজনকভাবে তাঁর স্ত্রী সুস্থ হয়ে ওঠেন। ফিরে পান নতুন জীবন।
মহাদেবের সেই কৃপা স্মরণে এবার তিনি শুরু করেছেন এক অবিশ্বাস্য দণ্ডি যাত্রা। বর্ধমান থেকে বদ্রীনাথ ধাম পর্যন্ত টানা ১৫৯৫ কিলোমিটার পথ হেঁটে যাচ্ছেন তিনি, প্রতিটি পদক্ষেপে করছেন দণ্ডি। ভক্তির শক্তিতে এক অনন্য যাত্রায় বেরিয়েছেন অপু। তাঁর মতে, তাঁর প্রতিটি দণ্ডি আসলে মহাদেবের কাছে কৃতজ্ঞতার অর্ঘ্য। দিনের পর দিন প্রখর রোদে, বৃষ্টিতে ভিজে, শারীরিক কষ্ট-যন্ত্রণা উপেক্ষা করে, সব বাধা পেরিয়ে তিনি এগিয়ে চলেছেন। প্রতিটি কষ্টই তাঁর ভক্তিকে আরও দৃঢ় করছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
যাত্রাপথে গ্রাম থেকে শহরের পথচারীরা ভিড় জমাচ্ছেন তাঁকে এক ঝলক দেখার জন্য। কেউ জল দিচ্ছেন, কেউ খাবার, আবার কেউ হাতজোড় করে আশীর্বাদ জানাচ্ছেন। সম্প্রতি তিনি দুর্গাপুরের ভিরিঙ্গিতে রাতযাপন করে আবার রওনা দিয়েছেন বদ্রীনাথের পথে। অপু বাগদি বলেন, “মহাদেবই আমার শক্তি। স্ত্রীকে যেভাবে নতুন জীবন দিয়েছেন, আমি এই দণ্ডি যাত্রা তাঁর চরণে সমর্পণ করছি।” আধ্যাত্মিক ভক্তির এক দৃষ্টান্ত হয়ে রয়ে যাচ্ছে অপুর এই যাত্রা। কারণ, তাঁর এই যাত্রা শুধুমাত্র ভ্রমণ নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং কৃতজ্ঞতার এক অসাধারণ উদাহরণ। বদ্রীনাথ পৌঁছে মহাদেবের চরণে অর্ঘ্য নিবেদন করাই এখন তাঁর জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
