থাইল্যান্ড বিশ্বকাপে দেশের হয়ে খেলতে গেল দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: থাইল্যান্ড বিশ্বকাপে দেশের হয়ে খেলতে গেল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ৯ বছরের আরাধ্যা ধীবর। ফেব্রুয়ারিতে নিউ দিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক পাওয়ায় আরাধ্যা থাইল্যান্ডে কিকবক্সিং বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যায়। নিউ দিল্লী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কিকবক্সিং টিম ইন্ডিয়ার মোট ২২ জন খেলোয়াড়, ৩ জন কোচ, ফিজিও, টিম ম্যানেজার সহ মোট ৩১ জনের দল রওনা দিয়ে থাইল্যান্ড পৌঁছে গিয়েছে। আরাধ্যা -৩৬ ও +৩৬ বিভাগে পয়েন্ট ফাইট ইভেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। প্রসঙ্গত, আরাধ্যা দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে চাইল্ড ক্যাটাগরিতে খেলতে নামছে।
থাইল্যান্ডের ব্যাঙ্কক শহরের ব্যাঙ্কক ইয়ুথ সেন্টার ইন্ডোর স্টেডিয়ামে কিকবক্সিং বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। মোট ৪০টি দেশের প্রায় ৯০০ খেলোয়াড় অংশগ্রহণ করছে। আয়োজক দেশ থাইল্যান্ড ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, তুরস্ক, ডেনমার্ক, ইসরায়েল, প্যালেস্টাইন, ইরাক, ইরান, আমেরিকা, পর্তুগাল, মরিশাস, মরক্কো, ইউক্রেন, উজবেকিস্তান, জার্মানি, আয়ারল্যান্ড, এস্টোনিয়া, ইরাক, ইরান, চিন ইত্যাদি দেশের আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা একে অপরের সাথে ম্যাচ খেলবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
আরাধ্যা দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ইতিমধ্যেই স্কুল থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে তাকে। এছাড়াও কিছু সমাজসেবী এগিয়ে এসেছেন তাকে সহযোগিতার জন্য। আরাধ্যার মা কাকলী ধীবর বলেন, “বিদেশের মাটিতে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। ও দেশের হয়ে মেডেল জিতে ফিরবে, আমার আশা। রেজিস্ট্রেশন ফিজ, যাওয়া আসার খরচ, আন্তর্জাতিক মানের খেলার সরঞ্জাম সব মিলিয়ে প্রায় ৩লক্ষ টাকা খরচ হয়েছে। ঋণ করে বা ভবিষ্যৎ সঞ্চয় ভেঙে অধিকাংশ খরচ জোগাতে হয়েছে। ভবিষ্যতে কোনও সংস্থা ওর দায়িত্ব নিলে ও অনেক দূর যেতে পারবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
