দুর্গাপুরের ছোট্ট মেয়ে দেশের জন্য আনল জোড়া সোনা

দুর্গাপুরের ছোট্ট মেয়ে দেশের জন্য আনল জোড়া সোনা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মাত্র ৯ বছর বয়সে কিকবক্সিং বিশ্বকাপে জোড়া স্বর্ণপদক জয় করে রেকর্ড গড়ল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের আরাধ্যা ধীবর। ৭-১২ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডের ব্যাঙ্কক শহরের ব্যাঙ্কক ইউথ সেন্টার (থাই জাপান) ইন্ডোর স্টেডিয়ামে কিকবক্সিং বিশ্বকাপ আয়োজিত হয়। ৪০ টি দেশের প্রায় ৯০০ খেলোয়াড় অংশগ্রহণ করে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

ভারত থেকে বিশ্বকাপে গিয়েছিল ২২ জন খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম দুর্গাপুরের আরাধ্যা। পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে চাইল্ড ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। -৩৬ ও +৩৬ বিভাগে পয়েন্ট ফাইট ইভেন্টে সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে। বিশ্বকাপে জোড়া স্বর্ণপদক পেয়ে দেশকে গর্বিত করল আরাধ্যা। প্রশিক্ষক ঈশ্বর মাঝির কাছে দেড় বছর ধরে তালিম নিয়েছে আরাধ্যা। সে অরেঞ্জ বেল্ট প্রাপক এবং ইতিমধ্যেই স্কুল, জেলা, রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মোট ২০টি পদক পেয়েছে সে। 

Highlight
দুর্গাপুরের ছোট্ট মেয়ে দেশের জন্য আনল জোড়া সোনা
News
দুর্গাপুরের ছোট্ট মেয়ে দেশের জন্য আনল জোড়া সোনা
:
পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে চাইল্ড ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। -৩৬ ও +৩৬ বিভাগে পয়েন্ট ফাইট ইভেন্টে সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে। বিশ্বকাপে জোড়া স্বর্ণপদক পেয়ে দেশকে গর্বিত করল আরাধ্যা। 
Published By
Durgapur Darpan

আরও খবর

error: Content is protected !!