চেন্নাইয়ে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জয়ী দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা

চেন্নাইয়ে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জয়ী দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ফের দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল আরাধ্যা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চেন্নাইয়ে অনুষ্ঠিত National Kickboxing Championship 2025 (children and cadet)-এ একটি রুপো ও একটি ব্রোঞ্জ পেয়ে ফের দুর্গাপুর তথা রাজ্যের মুখ উজ্জ্বল করল ছোট্ট আরাধ্যা ধীবর। এর আগে সে বহু জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয় করেছে। কিছুদিন আগে থাইল্যান্ডে কিক বক্সিং বিশ্বকাপে জোড়া সোনা জয় করে ফেরে আরাধ্যা। সম্প্রতি ফের সে জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় জোড়া পদক জয় করল। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এবারের এই প্রতিযোগিতায় দেশের ২৯টি রাজ্যের প্রায় ২০০০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। পদক জয়ের জন্য কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় তাদের। পশ্চিমবঙ্গ থেকে ৩২ জন অংশ নিয়েছিল। একটি সোনা, একটি রুপো ও ৮টি ব্রোঞ্জ সহ মোট ১০টি পদক পেয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিম বর্ধমান জেলা থেকে গিয়েছিল ৩ জন প্রতিযোগী। তাদের মধ্যে আরাধ্যা ১ টি রুপো ও ১ টি ব্রোঞ্জ, স্বাধীন কিস্কু ২টি ব্রোঞ্জ এবং রূপঙ্কর রায় ১টি ব্রোঞ্জ পেয়েছে। এলএসএম কিক বক্সিং অ্যাকাডেমিতে কোচ ঈশ্বর মাঝি তাদের প্রশিক্ষণ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
চেন্নাইয়ে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জয়ী দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা
News
চেন্নাইয়ে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জয়ী দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা
:
কিছুদিন আগে থাইল্যান্ডে কিক বক্সিং বিশ্বকাপে জোড়া সোনা জয় করে ফেরে আরাধ্যা। সম্প্রতি ফের সে জাতীয় প্রতিযোগিতায় জোড়া পদক জয় করল। 
Published By
error: Content is protected !!