আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা

আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা। ১ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত হবে ওয়াকো ওপেন ইন্টারন্যাশনালে কিকবক্সিং প্রতিযোগিতা। সেখানে অংশ নেবে দুর্গাপুর শহরের ৮ বছরের আরাধ্যা ধীবর। বিশ্বের প্রায় ২০টি দেশের হাজারের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতার বিভিন্ন বয়স ও ক্যাটাগরিতে অংশ নেবে।

পুণেতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় আরাধ্য গত বছর জোড়া পদক লাভ করে। সেই সাফল্যের জন্যই সে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। চাইল্ড ক্যাটাগরিতে -৩৬ ও +৩৬ ওজনের বিভাগে পয়েন্ট ফাইটে এবং মিউজিক্যাল ও ক্রিয়েটিভ ফর্ম বিভাগে অংশগ্রহণ করবে খুদে আরাধ্যা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

আরাধ্যা মাত্র ১ বছর ধরে দুর্গাপুরের প্রশিক্ষক ঈশ্বর মাঝির তত্ত্বাবধানে এলএসএম কিক বক্সিং একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। ইতিমধ্যেই সে ৬টি বড় প্রতিযোগিতায় প্রায় ২০টি পদক পেয়েছে। জেলা ও রাজ্য স্তরে দুটি করে সোনা ও রুপো এবং জাতীয় স্তরে দুটি ব্রোঞ্জ পেয়েছে। কিছুদিন আগেই রাজ্য আন্তঃস্কুল গেমসেও স্বর্ণ পদক পায় আরাধ্যা| দুর্গাপুরে অনুষ্ঠিত সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ ও স্পোর্টস কার্নিভালেও পদক লাভ করে আরাধ্যা।

পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক ফিরোজ খান বলেন, আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরাধ্যা স্বর্ণপদক জয়ী হবে বলে আমরা আশাবাদী। প্রশিক্ষক ঈশ্বর মাঝির কথায়, কিক বক্সিং এর প্রতি আগ্রহ ও কঠোর অনুশীলন ওকে ভবিষ্যতে দেশের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। একাডেমিতে প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের সরঞ্জামের অভাব রয়েছে। সরকারি বা বেসরকারি ভাবে সেগুলি পেলে আরও উন্নত মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে। আরাধ্যার মা কাকলী ধীবর বলেন, এই খেলার খরচ অনেক। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরাধ্যা অনেক পদক পেয়েছে। এবার দেশের জন্য সোনা জয় করলে আরও গর্বিত হব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা
News
আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা
:
সেই সাফল্যের জন্যই সে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। চাইল্ড ক্যাটাগরিতে -৩৬ ও +৩৬ ওজনের বিভাগে পয়েন্ট ফাইটে এবং মিউজিক্যাল ও ক্রিয়েটিভ ফর্ম বিভাগে অংশগ্রহণ করবে খুদে আরাধ্যা।
Published By
Durgapur Darpan

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!