ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে, জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি

দুর্গাপুর: ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কে গোপালমাঠের কাছে উড়ালপুলে। জখম হয়েছে শিশু সহ তিন জন। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট হয়। পুলিশ ও ট্রাফিক পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জানা গিয়েছে, দ্রুত গতিতে একটি গাড়ি অন্ডালের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। আচমকা গোপালমাঠের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গাড়িটি উল্টে যায়। স্থানীয়রা এবং ট্রাফিক পুলিশ জখম তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। ট্রাফিকের তৎপরতায় প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
