দুর্গাপুর: সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে ভিরিঙ্গি মোড়ের কাছে দুর্গাপুর থেকে আসানসোলগামী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারে। এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় দুর্ঘটনাটি ঘটে। ডালা খুলে রাস্তার উপর পড়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ ও ট্রাফিক পুলিশ মিলে রাস্তার উপর থেকে ডাম্পারের ডালাটিকে তুলে রাস্তার এক পাশে সরিয়ে দেওয়ার পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ডাম্পার খালি থাকায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে গিয়ে গাড়িটি উল্টে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।