দুর্গাপুরের ওল্ড কোর্টের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা, তুবড়ে গেল গাড়ি

দুর্গাপুরের ওল্ড কোর্টের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা, তুবড়ে গেল গাড়ি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের  ফের ভয়াবহ দুর্ঘটনা। ওল্ড কোর্টের কাছে  চার চাকার গাড়ি ওপর উঠে গেল ডাম্পার। স্তব্ধ জাতীয় সড়ক। অল্পের জন্য প্রাণে বাঁচল যাত্রীরা। পলাতক ডাম্পারের চালক ও খালাসী। চাঞ্চল্য দুর্গাপুরের ওল্ড কোর্ট এলাকায়।

জানা গিয়েছে, বুধবার দুর্গাপুর দিক থেকে একটি চার চাকার গাড়ি ১৯নং জাতীয় সড়ক ধরে আসানসোলের দিকে যাচ্ছিল। তখনই ওল্ড কোর্ট এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকায় ধাক্কা মেরে চারচাকা গাড়িটির ওপর উঠে যায়। এক মুহুর্তে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ছুটে আসে স্থানীয়রা। গাড়িতে থাকা তিনজনের অল্পবিস্তর চোট লাগে। যান চলাচল স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কে।  খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। তড়িঘড়ি আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। ক্রেনের মাধ্যমে গাড়ি দুটিকে সরিয়ে দেওয়া হলে স্বাভাবিক হয় যানচলাচল। প্রত্যক্ষদর্শী সুমন গড়াই বলেন, “আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখনই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় চোখের সামনে। গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও কেউ গুরুতর আহত হয়নি।”

এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন,”দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পর হিরাপুরে ফিরছিলেন সৌভিক সাহা এবং তার স্ত্রী রুবি সাহা। সঙ্গে ড্রাইভার ছিল। সেই সমসয়েই ঘটনাটি ঘটে। হতাহতের কোন খবর নেই। ডাম্পারের চালক ও খালাসীর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। “

 

Highlight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!