দুর্গাপুরের বিসি রায় রোডে দুর্ঘটনা, যানজট

দুর্গাপুর: সোমবার দুপুরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে মোটর ভ্যানে ধাক্কা মেরে উল্টে গেল ট্রাক্টর। দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে স্টেশনগামী সড়ক বিসি রায় রোডে এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে যানজট হয় ওই রাস্তায়। মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ ট্রাক্টর ও ভ্যানটিকে সরানোর ব্যবস্থা করে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, একটি ফাঁকা ট্রাক্টর তীব্র গতিতে ডিভিসি মোড়ের দিক থেকে গ্যামন ব্রিজের দিকে যাচ্ছিল। তখনই রাস্তার মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর ভ্যানকে ধাক্কা মারে ট্রাক্টরটি। ট্রাক্টরের ইঞ্জিনটি উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় মোটর ভ্যানের চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
