মলানদিঘী-শিবপুর সড়কে দুর্ঘটনা, যানজট

কাঁকসা: ঘুটঘুটে অন্ধকার রাস্তায় বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ। গুরুতর আহত বাইক আরোহী। অবরুদ্ধ মলানদিঘী-শিবপুর রাস্তা। জখম বাইক আরোহীর নাম অনিমেষ ঘোষ (২৩)। কাঁকসার বিদবিহারের ফুলঝোড়ের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মলানদিঘীর একটি বেসরকারি কলেজ থেকে ডিউটি সেরে বাড়ি ফিরছিল অনিমেষ। জঙ্গলের রাস্তায় ঘটকডাঙার কাছে একটি বিকল ট্রাক দাঁড়িয়েছিল। বুঝতে না পেরে সেই গাড়িটির পিছনে হালকা ধাক্কা মারে অনিমেষ। তারপরেই পাশ কাটিয়ে যেতে গেলে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ভেঙে যায় গাড়ির সামনের কাঁচ, তুবড়ে যায় সামনের অংশ। বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত হয় অনিমেষ। মলানদিঘী ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে মলানদিঘীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তা। শেষ পর্যন্ত পুলিশ গাড়ি ও বাইক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
